• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

নির্বাচনের আগে সংস্কার বক্তব্যে অসৎ উদ্দেশ্য দেখছেন তারেক রহমান

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৮:০০ পিএম

নির্বাচনের আগে সংস্কার বক্তব্যে অসৎ উদ্দেশ্য দেখছেন তারেক রহমান

সিটি নিউজ ডেস্ক

কোনো কোনো মহল থেকে নির্বাচনের আগে সংস্কার বলে যে বক্তব্য আসছে তার পেছনে অসৎ উদ্দেশ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।  

কোনো হঠকারী সিদ্ধান্তে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখাতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়। এ ব্যাপারে সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে আবারও চক্রান্ত শুরু হয়েছে। তিনি বলেন, ‘যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট তৈরি হয়েছে এর একমাত্র সমাধান হতে পারে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। ইতিহাসে এটা প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি। আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে।’

বিএনপিকে ভাঙার স্বপ্ন কখনো সফল হয়নি, হবেও না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল জানান, সংস্কারের নামে এমন কিছু হতে দেওয়া হবে না যাতে গণতান্ত্রিক পথে বাধার সৃষ্টি হয়।

যে ষড়যন্ত্রে জিয়াউর রহমান খুন হয়েছে, তারেক রহমান দেশ ছাড়া হয়েছে সেই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনে দেরি করার কোন সুযোগ নেই।

আর্কাইভ