• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে ফিরছেন কাজে

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০১:৫৭ পিএম

ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে ফিরছেন কাজে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এদিন সকালে প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা পাবেন ট্রেইনি চিকিৎসকরা। এরপর ট্রেইনি চিকিৎসকরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেন।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ট্রেইনি চিকিৎসকেরা কাজে যোগ দেবেন। তবে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে এবং প্রজ্ঞাপন অনুযায়ী ভাতা না পেলে আবারও আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে, ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন চিকিৎসকেরা।

 

আর্কাইভ