প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:০৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া চিঠি গ্রহণ করেছে ভারত। সোমবার একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে সূত্র জানায়, ‘আমরা নিশ্চিত করছি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি কূটনৈতিক বার্তা পেয়েছি। এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সে সময় তিনি বলেন, ভারতকে আমরা ক্লিয়ারলি জানিয়েছি। আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।