• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিধিনিষেধের শেষ দিন চেকপোস্টে তৎপর পুলিশ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৪:১২ পিএম

বিধিনিষেধের শেষ দিন চেকপোস্টে তৎপর পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের শেষ দিন চলছে। শেষ দিনে সড়কে রয়েছে মানুষ ও ব্যক্তিগত যানবাহনের চাপ। যদিও প্রথম কয়েক দিন যাওয়ার পর সড়কে মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছুটা ছাড় দিয়েছিল।

তবে শেষ দিন বুধবার (১৪ জুলাই) বিধিনিষেধ মানাতে চেকপোস্টগুলোতে আগের মতোই তৎপর পুলিশ।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিধিনিষেধের শেষ দিনে সড়কে বেড়েছে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের প্রবণতা। চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসগুলোকে চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের চেকপোস্টে অনেককে মামলার মুখোমুখিও হতে হয়েছে।

ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়। দায়িত্ব পালনরত পুলিশ সার্জেন্ট মো. জহিরুল ইসলাম বলেন, ‘মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল হবে। তখন গণপরিবহনসহ অন্যান্য মানুষের চলাচল স্বাভাবিক হবে। তার আগ পর্যন্ত বিধিনিষেধ রয়েছে, সেটা বাস্তবায়নে আমরা কাজ করছি।’

সম্রাট/সবুজ/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ