• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
প্রশাসনে অসন্তোষ-বিক্ষোভ

উপসচিব শতভাগ দাবি প্রশাসন ক‍্যাডার কর্মকর্তাদের

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:২৩ পিএম

উপসচিব শতভাগ দাবি প্রশাসন ক‍্যাডার কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। আজ রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তারা এ বিক্ষোভ করেন।

বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। পরে দুপুর ১টার দিকে কয়েক শ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের কাছে তাদের দাবি নিয়ে বৈঠক করেন।  

গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

পরে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, ‘সংস্কার এখনো চলমান। কয়েকটি মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন ক্যাডাররা। দূরত্ব কমিয়ে এনে সমাধানের চেষ্টা করা হবে।’

আর্কাইভ