• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীর কাকলিতে সড়কে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:৩২ পিএম

রাজধানীর কাকলিতে সড়কে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর কাকলি মোড়ে সড়কে অবরোধ করে আন্দোলন করেছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আজ রোববার দুপুর ৩টার দিকে কাকলি মোড়ের রাস্তা অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ রাসেল সরোয়ার বলেন, ‘প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দুপুর ৩ টার দিকে রাস্তায় অবস্থান নেয়। পরে ৩টা ৪৫ মিনিটের দিকে রাস্তা ছেড়ে চলে যায় শিক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিটের মতো রাস্তায় এসময় যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।’

গতকালও স্থায়ী ক্যাম্পাস, পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যর আত্মসাতের অর্থ পুনরুদ্ধারের দাবিতে প্রাইম এশিয়া ভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করে। বনানী ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা ডিপার্টমেন্টের একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। বর্তমানে ২টি ক্যাম্পাসে যে জায়গা রয়েছে, সেখানে আমাদের শিক্ষার্থীদের জায়গা হয় না। বনানীর অস্থায়ী ক‍্যাম্পাসের মেয়াদ শেষ। তারা বারবার আমাদের স্থায়ী ক‍্যাম্পাসে নিয়ে যাওয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ টালবাহানা করছে। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ