• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আগামী দুই দিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:১৮ পিএম

আগামী দুই দিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের উত্তরাঞ্চলে কমেছে শীতের প্রকোপ। তবে, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কাটলেও হিমেল বাতাসে আছে শীতের আমেজ। এদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণের কয়েকটি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রংপর বিভাগ বাদ দিয়ে সারা দেশ মেঘলা রয়েছে আজ সারাদিন। রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় আগামী দুই দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, আগামীকাল থেকে মেঘ কেটে যেতে পারে তবে ঠান্ডা বাড়বে, সাথে কুয়াশা থাকতে পারে।

ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি। কাল থেকে  ঢাকার তাপমাত্রা কমবে, অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এদিকে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি তেতুলিয়া।

ঘন কুয়াশা কেটে যাওয়ায় এবং তাপমাত্রা কিছুটা বাড়ায় উত্তরবঙ্গে গত সপ্তাহের শৈত্যপ্রবাহ আর নেই। তবে, হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি তেমন কমেনি। পঞ্চগড়ে ভোরে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে মিলেছে রোদের দেখা। একই পরিস্থিতি মেহেরপুরেও। টানা দুই সপ্তাহ পর সূর্যের দেখা মেলায় দিনের বেলা কমেছে শীতের তীব্রতা।

তবে, নাটোরে কুয়াশা কমলেও কনকনে ঠান্ডা হাওয়ায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর পাশাপাশি শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। নওগাঁয় শীতের কারণে দুর্ভোগে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। ভোরে শীতের প্রকোপ বেশি থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীত ও কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু-সরিষার চাষ।

এদিকে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝালকাঠিকে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টির কারণে ভোগান্তিতে মানুষ। বিভিন্ন জেলায় আগামী ২ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আগামীকালকে তাপমাত্রা একটু কমে যাবে। ২৩ ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বেড়ে যাবে।’

লক্ষ্মীপুরে শুক্রবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশে বেড়েছে শীতের প্রকোপ। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ