• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ডি-৮ সম্মেলনের ফাঁকে

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:৫৫ পিএম

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ ডি-৮ সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোতে একটি হোটেলে এ বৈঠক হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার জিওবির এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়, বৈঠকের সময় বাণিজ্য, বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন দুই দেশের সরকারপ্রধান। এ ছাড়া চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন কিছু ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছাও প্রকাশ করা হয়।

অধ্যাপক ইউনূস ও শাহবাজ শরীফ সার্কের কার্যক্রম বাড়ানোসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বেশকিছু বিষয়ে একমত হয়েছেন তাঁরা।  

সরকারের প্রয়োজনীয় সংস্কার ও ২০২৬ সালের মাঝামাঝি সাধারণ নির্বাচন করার পরিকল্পনার কথাও শাহবাজ শরীফকে জানান ইউনূস। সরকারপ্রধান বলেন, সংস্কারের বিষয়ে সংলাপ করার জন্য একটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

আর্কাইভ