• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকায় ট্রাকে ট্রাকে ঢুকছে কোরবানির পশু

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:৪৮ পিএম

ঢাকায় ট্রাকে ট্রাকে ঢুকছে কোরবানির পশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদুল আজহা। এ উৎসবের বাকি আর মাত্র ৭ দিন। ঈদ সামনে রেখে রাজধানী ঢাকায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ২১টি পশুর হাট বসছে। এসব হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে আনা হচ্ছে কোরবানির পশু। 

রাজধানীতে কোরবানির পশু ট্রাকে করে আনার চিত্র মঙ্গলবার (১৩ জুলাই) রাতে ও বুধবার (১৪ জুলাই) সকালে সাভারের আমিনবাজার সেতুতে অবস্থান করে দেখা যায়।

সেখানে দেখা যায়, প্রায় প্রতি ৩০টি গাড়ির মধ্যে একটি করে কোরবানির পশুর ট্রাক ঢাকায় প্রবেশ করছে। প্রতিটি ট্রাকেই ১০ থেকে ১৫টি করে পশু রয়েছে। ট্রাকের ছাদে পশুর সঙ্গে নেয়া হচ্ছে খড়ও। প্রতিটি ট্রাকে কোরবানির পশু দেখভালের জন্য রয়েছেন পর্যাপ্ত সংখ্যক মানুষ। ঢাকায় আগত পশুগুলোর মধ্যে গরুর সংখ্যাই বেশি।

গরু ব্যবসায়ীদের তথ্য মতে, ব্যক্তিপর্যায়ে ও খামারিদের কোরবানির জন্য পালিত পশু ব্যবসায়ীরা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। কোনো কোনো ক্ষেত্রে কয়েকজন খামারি মিলে একটি ট্রাক ভাড়া করে নিজেরাই পশু আনেন। চাহিদা বেশি থাকায় ও ভালো দামে বিক্রি করা যায় বলেই বিক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে ঢাকার কোরবানির পশুর হাট। আর সেই লক্ষ্যেই ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটে আনতে শুরু করেছেন কোরবানির পশু। 

টাঙ্গাইল থেকে গরু নিয়ে ঢাকায় এসেছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘দুই মাস আগে এলাকার বিভিন্ন খামারির কাছ থেকে ১০টি গরু কিনে রেখেছিলাম। সেগুলোই ঢাকার গাবতলী হাটে তুলতে যাচ্ছি। যদিও করোনা, তরপরও আশা করি গরুগুলো বিক্রি করতে পারব।’

বগুড়া থেকে ১৫টি গরু নিয়ে ঢাকায় এসেছেন ৭ জন। তাদের মধ্যে একজন আনিস সরদার। গাবতলী চেকপোস্টে দাঁড়িয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘গরুগুলো আমাদের নিজেদেরই। গত বছর কোরবানির ঈদের পর থেকে এগুলোকে পালন করছি। পশুগুলো আফতাবনগর হাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। এলাকার তুলনায় ঢাকায় ভালো দাম পাওয়া যায়। আশা করি, ভালো দাম পাব।’

সম্রাট/সবুজ/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ