প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৪৮ পিএম
বাংলাদেশের বিজয় দিবস কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে, নৌ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের বিজয় দিবসকে ভারত কীভাবে দেখছে সেটা গুরুত্বপূর্ণ নয়। কারণ গোটা বিশ্বের কাছেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকৃত।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করেন। এরপরই এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ফেসবুকেই প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা জানতে চান- সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কি না? এসময় উপদেষ্টা জানান, এই ইস্যুতে নিজের মতো করেই পদক্ষেপ নেবে ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাই নেমে আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। উনি (নরেন্দ্র মোদি) তাঁর মতো করে বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।’
এদিকে সিলেটে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের সমালোচনা করে, নৌ উপদেষ্টা বলেন, যুদ্ধের সময় এ দেশের মানুষের প্রাণ গেছে, মা-বোনদের ওপর নির্যাতন হয়েছে। বিশ্ব ইতিহাসে ৭১ বাংলাদেশের স্বাধিকারের মুক্তিযুদ্ধ হিসেবেই স্বীকৃত। ভারত কীভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ নয়।
এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর নিজের মতো করে বলেছেন। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাদের মতো করে দেখে। বিজয়ের আজকে বায়ান্ন বছর পার হয়ে গেছে। ৯ মাসের যুদ্ধ কিংবা ১৬ ডিসেম্বর বাংলাদেশের যুদ্ধ। যুদ্ধে এদেশের মানুষের প্রাণহানি হয়েছে, মা বোনদের সম্ভ্রমহানি হয়েছে। এটা বিশ্ববাসী জানে। যারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি সবসময় শ্রদ্ধা রয়েছে। তবে যারা বেঁচে আছেন, তারা অবশ্যই নরেন্দ্র মোদির কথায় আঘাত পাবেন বলেও উল্লেখ করেন সাখাওয়াত।
এসময় এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ বাংলাদেশ শুরু করেছিল আর বাংলাদেশই সমাপ্ত করেছে। সেখানে অবশ্যই ভারতের সাহায্য সহযোগিতা ছিল। সেটাও বাংলাদেশ স্মরণ করে এবং সবসময় স্মরণ রাখবে।’
এর আগে, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।