প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৩৩ পিএম
প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেয়া ভাষণেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছেন।
"এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কী হতে পারে। উনি তো জানিয়েছেন ২০২৫ সালের ৩০শে জুনের মধ্যে নির্বাচন হবে," বলেন প্রেস সচিব।
প্রেস উইং থেকে আরো জানানো হয়, তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এখতিয়ারে। সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা।