প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:০৬ পিএম
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাতে আসলে এ কথা জানান সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকার প্রজ্ঞাপন গত ৭ অক্টোবর জারি করা।
সেখানে বলা হয়, ৬ অক্টোবর থেকে ৯০ দিনের মধ্যে মতামত প্রতিবেদন দেওয়ার জন্য। সেই হিসেবে আগামী ৬ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা।
কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে অবহিত করেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় ইইউ রাষ্ট্রদূত সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। এ ছাড়া তিনি সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।