• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান

সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্মসচিব পর্যন্ত পরীক্ষার মাধ‍্যমে পদোন্নতি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১২:০৮ পিএম

সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্মসচিব পর্যন্ত পরীক্ষার মাধ‍্যমে পদোন্নতি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান মুয়ীদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান মুয়ীদ চৌধুরী বলেছেন, সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার মাধ‍্যমে পদোন্নতি দেওয়া হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় মুয়ীদ চৌধুরী এ কথা জানান।

এ সময় কমিশন প্রধান জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন ক‍্যাডার পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

দুর্নীতির শাস্তি প্রসঙ্গে জনপ্রশাসন সচিব বলেন, দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা পার পাবার সংখ্যা কম। ছাগলকাণ্ডের মতিউর রহমান পার পায়নি। সাবেক গভর্নর আব্দুর রউফকেও কয়েকদিনের মধ্যেই আইনের আওতায় আনা হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ