• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি

মেট্রোরেলে একক যাত্রার কার্ড সংকট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৫২ এএম

মেট্রোরেলে একক যাত্রার কার্ড সংকট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট। কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় কার্ড কম। তবে এ মাসেই আসছে নতুন ২০ হাজার কার্ড, সংকট কেটে যাবে।

চালুর পরই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রোরেল। যানজটের রাজধানীতে এখন স্বস্তির নাম মেট্রোরেল। কিন্তু বর্তমানে একক যাত্রার টিকিট সংকটে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে কর্মজীবীরা পড়ছেন সংকটে।  

যাত্রীরা বলছেন, একক যাত্রা কার্ডের সংকটের কারণে দৈনন্দিন যাত্রা ব্যাহত হচ্ছে। যাতায়াত সুগম করতে দ্রুত এ সংকট সমাধান করতে হবে।

কর্মজীবী এক নারী বলেন, মিরপুর থেকে গুলিস্তানে যাত্রা করতে হয় তাঁর প্রতিদিন। একক যাত্রা কার্ডের সংকটের কারণে তাঁকে প্রতিদিন নানা ভোগান্তি পোহাতে হয়।

উত্তরা থেকে মতিঝিল যাত্রায় একক যাত্রা কার্ডের জন্য এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান যাত্রীরা।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, ২০২২ সালের ২৯ ডিসেম্বর চালুর সময় একক যাত্রার টিকিট ছিল প্রায় দুই লাখ ৭০ হাজার। কিন্তু দুই বছরেই দুই লাখের বেশি টিকিট খোয়া গেছে। অনেক যাত্রীই টিকিট ফেরত দেয়নি। আবার অনেক কার্ড নষ্টও হয়েছে। যার প্রভাব পড়ছে প্রতিদিন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সংকট মোকাবিলায় আগামী মার্চের মধ্যে নতুন চার লাখ কার্ড নিয়ে আসা হচ্ছে।

মেট্রোরেলে এখন দিনে চলাচল করছে সাড়ে তিন লাখ যাত্রী। 

আর্কাইভ