• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাবেক এমপি আবু রেজা নদভী আটক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:৪৮ পিএম

সাবেক এমপি আবু রেজা নদভী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে চলা ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বিপাকে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীসহ শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন।

তারই ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে আটক হয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ