প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:২০ পিএম
সীমান্তে যেকোনো অপতৎপরতারোধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) পিলখানায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সাহসী এবং যথাযথ ভূমিকা রেখেছে। তবে দুই দেশের উত্তেজনা সৃষ্টির পর বাহিনীর মহাপরিচালককে আমি বলেছি, সীমান্তে শক্তি জোরদার করতে। যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া আছে।
তিনি আরও বলেন, বিজিবি আমাদের ফ্রন্টলাইন ডিফেন্স। কোনোভাবে দেশ আক্রান্ত হলে আমাদের বিজিবির সৈনিকরা সেটি প্রতিরোধ করবে। পাশাপাশি তারা শত্রুদের মোকাবিলা করে এগিয়ে যাবে। তবে যেকোনো বাহিনীর শক্তি বাড়াতে বাজেট একটি বড় বিষয়। এ বিষয়টি যথাযথভাবে দেখার আহ্বান জানান তিনি।
এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে বিজিবির কাজের প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, থানার নিরাপত্তা, অভ্যন্তরীণ বিশৃঙ্খলারোধের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিজিবি।
অনুষ্ঠানে উপদেষ্টা আহতদের চিকিৎসায় যত টাকা লাগবে সরকার তত টাকা ব্যয় করবে বলেও আশ্বাস দেন। এছাড়া তাদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব করবে বলেও জানান তিনি।