প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:৪৪ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থার্টি-ফার্স্ট নাইটে আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়, এ ধরনের কাজ না করতে তাদের নিষেধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, `থার্টি-ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখা হবে। রাস্তাঘাটে কেউ যেন বিশৃঙ্খলা না করে।`
তিনি বলেন, `যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না, সেহেতু আমরা থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে নিষেধ করেছি, কেউ যেন ফানুস না ওড়ায়।`
এসময় জাহাঙ্গীর আলম বলেন, `কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।`
এ বিষয়ে আজ গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।