প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১১:২৫ পিএম
একটি আদর্শ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারলে জুলাই গণঅভ্যুত্থান সফল হবে বলে মনে করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে।
শনিবার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী কনভেনশন সেন্টারে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৫তম সমাবর্তনের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পক্ষে তিনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ৮ হাজার ১৯ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, পড়াশোনা শেষ করে এই মুহূর্তে যদি তোমরা কিছু না করতে পারো, তাহলে নিজেদের এলাকায় ফিরে যাও। সেখানে গিয়ে সমাজের জন্য কিছু করো। সামনে একটা সুন্দর ও গণতান্ত্রিক সমাজ গঠনের চ্যালেঞ্জ রয়েছে। এই যাত্রায় তোমাদের ছোট ছোট অবদান বড় ভূমিকা রাখবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০ শতাংশ শেখে, বাকিটা শেখে কর্মজীবন থেকে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের পরবর্তী জীবনে কর্মক্ষেত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠন করতে হবে। এ জন্য বিদেশে পড়াশোনা শেষে মেধাবীরা যেন দেশে ফিরে আসে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ এখন চ্যালেঞ্জের সম্মুখীন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করা ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়া নির্ভর করছে আপনাদের ওপর। আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলের জন্য ২০ মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন শিক্ষা উপদেষ্টা। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ প্রমুখ।