• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
শীত নিয়ে নতুন বার্তা

আগামী কয়েকদিন রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১১:২০ পিএম

আগামী কয়েকদিন রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে

সিটি নিউজ ডেস্ক

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে আবহাওয়া দফতরের দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।  

বার্তায় জানানো হয়, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এই সময়ের মধ্যে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কমতে পারে দিনের তাপমাত্রা। 

এদিকে সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধিত ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ