• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

পায়ে পড়ে ঝগড়া নয়, প্রতিবেশি দেশের সাথে শান্তিতে থাকতে চাই : সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৭:১০ পিএম

পায়ে পড়ে ঝগড়া নয়, প্রতিবেশি দেশের সাথে শান্তিতে থাকতে চাই : সাখাওয়াত হোসেন

সিটি নিউজ ডেস্ক

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিবেশি দেশের সাথে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমূখী হবে না।

আজ মঙ্গলবার চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘ভারত আমাদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের কোন খারাপ সম্পর্ক ছিলো না। আমাদের দেশে অন্য ধর্মালম্বী যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক। তাদের নিরাপত্তার বিষয় আমরা দেখব এবং সরকারের কাজই হলো এটি। অনেকেই তাদের মিডিয়াতে এসে হুমকি দিচ্ছেন। দয়া করে এটি আর করবেন না।’

বন্দরের নির্মাণ কাজে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, পূর্বে যারা কাজটির অনিয়ম কিংবা চুরি করেছে, তাদেরকে তো আর জাল দিয়ে ধরে আনা যাবে না। এখন যাতে কোন ধরণের চুরি না হয় সেটাই আমাদের দেখা দরকার। নানা কারণে কাজটি করতে দেরি হচ্ছে, যে কারণে নিজেই দেখার জন্য এসেছি। যে প্রতিষ্ঠান কাজটি নিয়েছেন, তাদের পূর্বেই চিন্তা করা দরকার ছিলো কাজটিতে চ্যালেঞ্জ আছে। যদি তাদের কারণে বিশ্বব্যাংকের এই বরাদ্দ ফেরত যায়, তাহলে এই ঠিকাদারকে ধরবো।

তিনি বলেন, ‘চাঁদপুরে একটি ভাল প্রকল্প হচ্ছে, আমি চাঁদপুরবাসীর কাছে অনুরোধ করবো আপনাদের যা যা সহযোগিতা করা দরকার, তাই করুন। অনেকে এখানে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তুলেছেন। বলছেন রেলওয়ের জায়গা। আমরা কারো সাথে আপোষ করবো না। উন্নয়ন কর্মকাণ্ড জনগণের জন্য। এখানে আমরা এসে থাকবো না। আপনারা ব্যবহার করবেন। এটি নির্মাণে যদি কোন অনিয়ম হয়, সে বিষয় তুলে ধরেন।’

মেঘনায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমি ঢাকা থেকে আসার সময় চাঁদপুর ও মুন্সীগঞ্জের মাঝামাঝি ষাটনল এলাকায় দেখেছি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। আমাকে দেখে তারা পালিয়েছে। কিন্তু আমি ছবি তুলে রেখেছি। এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে ডেকেছি কথা বলার জন্য। আমি সেখানে যাব। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটির চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক বন্দর ও পরিবহন আরিফ হোসেন, প্রধান প্রকৌশলী ড্রেজিং রাকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী স্থাপনা মাইদুল ইসলাম।

এ ছাড়া চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, বিআইডাব্লিউটির চাঁদপুর বন্দর কর্মকর্তা বশির আলী খানসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে নৌ পরিবহন উপদেষ্টা নারায়ণগঞ্জে বিআইডব্লিউটির বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না, বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না।  বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে উনারাও ভাল থাকতে পারবেন বলে মনে হয় না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারত সরকার সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি।

তিনি বলেন, শীতলক্ষ্যা নদীসহ দেশের সকল নদী দূষণ রোধে  পরিবেশ মন্ত্রনালয়কে নৌ মন্ত্রনালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিন প্রমুখ।

আর্কাইভ