প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:১৭ পিএম
রাজধানীর শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়ই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে থানা হলেও ঐতিহাসিক সব জায়গা যাতে সংরক্ষিত করা যায়, সে চেষ্টা করা হবে।
তিনি বলেন, শাহবাগ থানার জায়গাটি দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকবে। তবে থানাটি বর্তমান জায়গা থেকে সামান্য সরিয়ে উত্তর দিকে মুখ করে তৈরি করা হবে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সাকুরা রেস্তোরাঁ এলাকায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।