• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঈদের পর ফের মাঠে নামবে সেনাবাহিনী

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৩:৪১ পিএম

ঈদের পর ফের মাঠে নামবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। তবে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ঈদের পর অর্থাৎ ২৩ জুলাই থেকে ১৪ দিনের জন্য শাটডাউনে যাবে দেশ।

চলমান বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী। তবে শিথিলের সময় মাঠে তারা থাকবে না। ঈদের পর ফের মাঠে নামবে সেনাবাহিনী।

বিধিনিষেধ শিথিল ঈদের পরের শাটডাউনের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগস্ট রাত ১২টা পর্যন্ত শাটডাউন আরোপ করা হবে। আর ওই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের চলাচল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।

সরকার থেকে বলা হয়েছে, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ারবিধানের আওতায় মাঠপর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, ্যাব আনসার নিয়োগ এবং টহলের অধিক্ষেত্র, পদ্ধতি সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। আর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগগুলো বিষয়ে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দশনা দেবে।

মামুন/সবুজ/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ