• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০১:১১ পিএম

বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। বিচারক নিয়োগ হবে আইনের আলোকে, কারও পছন্দে নয়।

এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। এর পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করা হবে।

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। আগামীকাল উপদেষ্টা পরিষদে তোলা হবে। অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেবো,’ যোগ করেন তিনি।

সেইসঙ্গে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘ভুল করতে পারি; যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।’

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ওভার নাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হওয়ার মতোই হবে।

মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে নারী ও শিশুকে আহত করা অমানবিক। 
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ