• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১০:১৩ পিএম

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ

আদালত প্রতিবেদক

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার অধস্তন আদালতে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন তারা।

বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু করে সিএমএম ও ঢাকা মহানগর আদালত হয়ে পুনরায় ঢাকা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় এডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে প্রত্যেকটা মানুষের চোখে মুখে স্বপ্ন যে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে, একই বিভাগের ১৬ জন উপদেষ্টা নিয়োগ পেলেও উত্তরবঙ্গের কোনো সাধারণ জনতা অথবা বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে কাউকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় নাই। আমাদের আইনজীবীসহ সকল ছাত্র জনতার একটাই দাবি, দ্রুত গতিতে স্বৈরশাসকের প্রেতাত্মাদেরকে সরিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে উত্তরবঙ্গ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়োগ করতে হবে।

তিনি বলেন, আবু সায়ীদের রক্তের উত্তরবঙ্গ দেশের অগ্রগতিতে উন্নতিতে ক্রান্তিকালে সবার আগে সবসময় এগিয়ে এসেছে উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের মানুষ ছাড়া বাংলাদেশের কখনোই কোথাও উন্নতি হয়নি। স্বাধীনতা পরবর্তী সময় হতে যে বৈষম্যের শিকার হয়ে আসছে উত্তরবঙ্গের মানুষ সেটা নিয়ে কেউই কোনো কাজ করেননি। নতুন এই বৈষম্যবিহীন বাংলাদেশে অবশ্যই উত্তরবঙ্গের বিশিষ্টজনদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করে বাংলাদেশের উন্নতিতে ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে। আর যদি তা না করা হয় তাহলে সকল ছাত্র-জনতা এবং আইনজীবীরা একসঙ্গে হয়ে আন্দোলন চালিয়ে যাবে। নাহলে সামনের দিনে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হতে পারে।

এ সময় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মইনুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ফিরোজ রহমানসহ অসংখ্য তরুণ ও সর্বস্তরের উত্তরবঙ্গের সাধারণ আইনজীবীবৃন্দ।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ