• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলেন ফারুকী

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৬:১৭ পিএম

উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলেন ফারুকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের কলেবর বাড়ছে। নতুন করে উপদেষ্টা পরিষদে ডাক পেয়েছেন চারজন। এদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন তিনি।

জানা গেছে, রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফোন পেয়েছেন ফারুকী। যদিও এই চলচ্চিত্র নির্মাতা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে সম্মতি জানিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। তখন থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শিল্পীদের কণ্ঠরোধের অভিযোগ করে এসেছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন ফারুকী। এসময় বারংবার শিক্ষার্থীদের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন তিনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পলায়নের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে পরামর্শ দিয়ে এসেছেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে ছোটপর্দা এবং বড়পর্দায় সাড়াজাগানো সব কাজের মধ্য দিয়ে ভক্তদের বিনোদন দিয়ে এসেছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, ‘৫১ বর্তী’, ‘৪২০’, ‘৬৯’ ইত্যাদি। এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘ব্যাচেলর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাও নির্মাণ করেছেন তিনি।

ওটিটিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’ ইত্যাদি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ