• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শহীদ নূর হোসেন দিবস আজ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৯:০৩ এএম

শহীদ নূর হোসেন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ১০ নভেম্বর। ‘শহিদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথে সংগ্রাম করতে গিয়ে আত্মাহুতি দেন নূর হোসেন।

বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক-স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করেন শহিদ নূর হোসেন।

এদিকে দিনটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় রাজধানীর শহিদ নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) এবং পরে মুক্তি ভবনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে শহিদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করা হবে।

এছাড়া আন্দোলনে ক্ষেতমজুর সমিতির নেতা শহিদ সৈয়দ আমিনুল হুদা টিটোর মুক্তি ভবনের সামনে প্রতিকৃতিতে এবং নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষেতমজুর সমিতি।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কবিতায় নূর হোসেনকে নিয়ে লিখেছেন-

সারারাত নূর হোসেনের চোখে এক ফোঁটা ঘুমও
শিশিরের মতো জমেনি, বরং তার শিরায় শিরায়
জ্বলেছে আতশবাজি সারারাত, কী এক ভীষণ
বিস্ফোরণ সারারাত জাগিয়ে রেখেছে
ওকে, ওর বুকে ঘন ঘন হরিণের লাফ,
কখনো অত্যন্ত ক্ষীপ্র জাগুয়ার তাকে
প্রতিদ্বন্দ্বী ভেবে জ্বলজ্বলে
চোখে খর তাকিয়ে রয়েছে ওর দিকে,
এতটুকু ঘুমাতে দেয়নি।

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ