• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

আ. লীগের বিচারের দাবীতে গুলিস্তানে গণজমায়েতের ডাক ছাত্রদের

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৯:৩০ পিএম

আ. লীগের বিচারের দাবীতে গুলিস্তানে গণজমায়েতের ডাক ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টেে বিকেল ৩টায় এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। একই দিনে দুপুর ১২টায় জিরো পয়েন্টে কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।

শনিবার (৯ নভেম্বর) আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবীতে গণজমায়েত। ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। সময় দুপুর ১২টায়। স্থান-গুলিস্তান জিরো পয়েন্ট। আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

এদিকে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণার পরপরই তাদের হুঁশিয়ার করে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

আর্কাইভ