সিটি নিউজ ডেস্ক
কোভ্যাক্সের মাধ্যমে দেশে আরো টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্ত্রী এক স্ট্যাটাসে লিখেন, 'আগামী দু'একদিনের মধ্যেই টিকার বড় চালান ঢাকায় পৌছাচ্ছে।'
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে তিনি এক স্ট্যাটাসে এই বার্তা দেন।
মন্ত্রী তার দেয়া স্ট্যাটাসে 'সুখবর' শিরোনাম দিয়ে লিখেন, 'এক. আমাদের জেনেভা মিশন জানিয়েছে কোভ্যাক্সের মাধ্যমে আমরা আরো তিন মিলিয়ন (ইতিমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে।'
তিনি আরও লিখেন, 'দুই. জাপানীজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন এস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভাক্সের মাধ্যমে দিচ্ছে। তিন. চায়নিজ পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আগামী ১৫ ই জুলাই তাসখন্দে আমার সাক্ষাৎ হবে এবং চীন সরকার আরো এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দিবে। চার. ইইউ থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরো ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে বাংলাদেশে আসবে।'
শেষে নিজের নাম উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেন, 'মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাই আবার সুস্থ্য, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।'
সম্রাট
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন