• ঢাকা মঙ্গলবার
    ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

লাহোরের বাতাস আজও ঝুঁকিপূর্ণ, ঢাকার পরিস্থিতি অস্বাস্থ্যকর

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ১১:০২ এএম

লাহোরের বাতাস আজও ঝুঁকিপূর্ণ, ঢাকার পরিস্থিতি অস্বাস্থ্যকর

সিটি নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের ছোট বড় সব শহরেই দিন দিন বাড়ছে বায়ুদূষণ। পাকিস্তানের লাহোর শহরের বাতাসে বেড়েছে ভয়াবহ দূষণ। এ ছাড়া মেগাসিটি ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে দূষণের কবলে। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। সম্প্রতি বৃষ্টিপাত কমতেই ঢাকার বাতাস ফের অস্বাস্থ্যকর হয়ে উঠছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

 একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬০৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ৪১২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহর। চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানীর ঢাকা, যার স্কোর ১৫৯। এছাড়াও ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা।

 বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বিশ্বের ১২১টি শহরের বাতাস পর্যবেক্ষণ করছে তারা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

 এ পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম যতটা সম্ভব এড়াতে হবে। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

আর্কাইভ