নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি জুলাই মাসের মধ্যে দুই ধাপে অক্সফোর্ড ও মডার্নার ৫৯ লাখ টিকা দেশে আসছে। আগামী ৭-১০ দিনের মধ্যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা আসবে। আর মাসের শেষের দিকে কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার আরও ৩০ লাখ টিকা আসবে।
সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, 'কোভ্যাক্স জানিয়েছে মডার্নার ৩০ লাখ টিকা এ মাসের শেষের দিকে পাঠাবে। অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে পাঠানো হবে।'
মন্ত্রী বলেন, 'অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে আমাদের জন্যই সুবিধা হবে। কারণ আমাদের অনেকেই সংকটের কারণে প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পেলে শিগগিরই আমরা তাদের দিয়ে দিতে পারব।'
এর আগে গত ২ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে করোনাভাইরাস প্রতিরোধী ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা এসেছে ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ। আর চীনের সঙ্গে কেনা চুক্তির আওতায় দুই ফ্লাইটে সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ।
সম্রাট
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন