• ঢাকা শুক্রবার
    ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

এখন থেকে স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:০২ পিএম

এখন থেকে স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।

আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান।

তিনি বলেন, স্পিকারের কাজগুলো এখন থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল পালন করবেন। তিনি সংসদ সচিবালয়ের আর্থিক এবং প্রশাসনিক কাজগুলো দেখাশোনা করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা রেজিস্ট্রারসহ নতুন কাঠামো নির্মাণ করা হবে। অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনই থাকবে।

শফিকুল আলম বলেন, সময়সীমার জন্য যেসব বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদেরকে পাঠানোর কাজ শুরু করেছে সরকার।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ