• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দিন ও রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:৫৫ পিএম

দিন ও রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

হেমন্তের সকালে ধানের শীষের ওপর শিশিরের ঝিকিমিকিতে মেলে শীতের আগমনী বার্তা। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘলা আকাশের সঙ্গে ভ্যাপসা গরমে দিনভর কিছুটা অস্বস্তি ছিল। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় তেনম কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ