• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আজ দিনভর ভোগান্তি, ট্রেনের শিডিউল ঠিক হবে কবে?

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৭:৫৫ পিএম

আজ দিনভর ভোগান্তি,  ট্রেনের শিডিউল ঠিক হবে কবে?

বৃহস্পতিবার রাতে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় শুক্রবার ট্রেনের শিডিউল তছনছ হয়ে যায়, ভোগান্তি বাড়ে যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুতির ঘটনা শুক্রবারের (২৫ অক্টোবর) ট্রেনের শিডিউল তছনছ করে দেয়। তবে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায় ১১ মাস বয়সী আবরারকে কোলে নিয়ে সকাল থেকে মা শিলা বসে আছেন স্টেশন ম্যানেজারের রুমের সামনে, গন্তব্য কিশোরগঞ্জ। সকাল সাড়ে ১০টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও বিকেল ৫টা নাগাদও প্ল্যাটফর্মে পৌঁছাতে পারেনি কিশোরগঞ্জ এক্সপ্রেস। এতে চরম চরম দুর্ভোগে পড়েছেন তারা।

শুধু শিলা ও আবরার নয়, এমন দুর্ভোগে পড়েছেন অসংখ্যা যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও দেখা নেই ট্রেনের। এ সময় স্টেশন ম্যানেজারকেও তার ঘরে পাননি যাত্রীরা। এক পর্যায়ে যাত্রীরা স্টেশনে বিক্ষোভ শুরু করেন। 

এদিকে রেল কর্তৃপক্ষ বলছে সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সময় দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। জানিয়েছে ট্রেনের যাত্রা বাতিল ও বিলম্বের বিষয়টি মেসেজ দিয়ে জানানো হয়েছে যাত্রীদের। যারা টিকেট ফেরত দিতে চাচ্ছেন তাদের জন্য রাখা হয়েছে রিফান্ডের ব্যবস্থা।

বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার দুই মিনিটের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে কোন ট্রেন নির্ধারিত সময়ে ছাড়েনি। আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। আর এতেই চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।  

রেওেয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, স্বয়ংক্রিয় ব্যবস্থার জায়গায় ম্যানুয়ালি রেল সিস্টেম অপারেট করায় দেরি হচ্ছে ট্রেন। এছাড়া ঢাকায় পৌঁছানোর পর ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণে নানা কাজ শেষে আবারও গন্তব্যের পথে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় এসব কাজ করতে সময় লেগেছে।

অন্যদিকে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছে, রেলের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আর শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে আগামীকাল (শনিবার) পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ