• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

রথযাত্রায় নেই কোনো আনুষ্ঠানিকতা

প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০৬:১২ পিএম

রথযাত্রায় নেই কোনো আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা। সোমবার (১২ জুলাই) থেকে শুরু হয়েছে ধর্মীয় উৎসবটি। তবে করোনাভাইরাসের কারণে এবারের এই উৎসবে রথ শোভাযাত্রাসহ অনেক আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। গত বছরও একইভাবে সীমিত পরিসরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়।

এবার মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রথটানা অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজিত হবে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।

তিনি বলেন, ‘সীমিত পরিসরে রথযাত্রা আয়োজনের বিষয়ে সারা দেশের পূজা উদযাপন কমিটির নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কেবল মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের ভেতরে রথটান পূজাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে। স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে মন্দিরের বাইরে কোনো ধরনের শোভযাত্রা কিংবা ভক্ত সমাবেশ করা হবে না।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর দিনের মাথায় অনুষ্ঠিত হয় রথযাত্রার উল্টো টান। এবারের উল্টো টান হবে ২০ জুলাই। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে সীমিত পরিসরে।

রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশে বিখ্যাত। গাজীপুরের জয়দেবপুরে এই রথযাত্রা মাণিক্যমাধবের রথযাত্রা নামে পরিচিত।

মামুন/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ