• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, সতর্ক অবস্থায় পুলিশ-সেনাবাহিনী

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৪:৫৮ পিএম

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, সতর্ক অবস্থায় পুলিশ-সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা ঘেরাও ও অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।

এদিকে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি ও জলকামান। বঙ্গভবনের সামনের মোড়ে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিকেলে বিক্ষোভ করতে দেখা গেছে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি’র ব্যানারে কয়েকজন বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে একদল শিক্ষার্থী ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে একই দাবিতে অবস্থান নিয়েছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত করছেন ছাত্র-জনতা।

বিকেল সাড়ে ৩টার দিকে জড়ো হন তারা। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বৈরাচারের ‘দোসর’ বলে দাবি করে তার পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ