• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাকিববিরোধী স্লোগানে উত্তাল মিরপুর

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৪:০৭ পিএম

সাকিববিরোধী স্লোগানে উত্তাল মিরপুর

সাকিববিরোধী মানববন্ধন মিরপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব ঠিক থাকলে আজ মিরপুর সাজতে পারত বিদায়ী টেস্টে সাকিবকে সংবর্ধনা দেওয়া নিয়ে। সাকিবের অর্জনগুলো স্থান পেতে পারত বিশাল সর ব্যানারে। কিন্তু এখন হচ্ছে তার উল্টো। মিরপুরে বিদায়ী টেস্টে দেশের জার্সিতে সাকিবকে দেখতে চাচ্ছে না ক্রিকেট প্রেমীরা। সাকিবের দেশে ফেরানো ঠেকাতে মিরপুরে হচ্ছে সাকিব বিরোধী স্লোগান। আর সেই স্লোগানে উত্তাল মিরপুরের পুরো স্টেডিয়াম এলাকা।

বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব। এমন খবরে বিসিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। হাতে বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে সাকিব বিরোধী স্লোগান দিচ্ছেন তারা। তাদের চাওয়া সাকিব যেন কিছুতেই আর দেশের জার্সি গায়ে তুলতে না পারে। যেই মিরপুরে এতগুলো তাজা প্রাণ ঝরেছে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্দেশে। সেই মিরপুরে কিছুতেই আর তাকে মাঠে নামতে দিতে চান না সমর্থকরা।

অবশ্য এরই মধ্যে জানা গেছে, আজ দেশে আসবেন না সাকিব। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টার একটি ফ্লাইটে দেশের ফেরার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে সাকিবকে দেশে আসতে নিষেধ করেছে বিসিবি। বোর্ডের পরামর্শে ফ্লাইট বাতিল করেছেন সাকিব। যদিও এমন খবরের পরও শান্ত হচ্ছে না বিক্ষুব্ধ জনতা।

এদিকে ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অন্যদিকে মাঠের বাইরে স্লোগান দিচ্ছেন সাকিব-বিরোধীরা। এই পরিস্থিতিতে স্টেডিয়াম এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। পুলিশের কড়া নিরাপত্তার মাঝেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটাররা।

নিরাপত্তার স্বার্থে শেরে বাংলার তিন নম্বর গেট থেকে মিডিয়া গেট পর্যন্ত ৫০০ গজের মধ্যে যান চলাচল নিষিদ্ধ করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। এসব কড়াকড়ির মধ্যেই স্লোগান ও দেয়াল লিখন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

আর্কাইভ