• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৫ আগস্টকে প্রাধান্য দিয়ে হচ্ছে জাতীয় দিবস

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৫:১২ পিএম

৫ আগস্টকে প্রাধান্য দিয়ে হচ্ছে জাতীয় দিবস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আটটি জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। আপাতত ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে।

তথ্য উপদেষ্টা আরো বলেন, ‘নতুন বাংলাদেশে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে। চাইলেই আমলাতন্ত্র পুরো বাতিল করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। অভিযোগ যে কারো বিরুদ্ধেই হতে পারে।

তাই গুরুত্ব দিয়ে তদন্ত করছে সরকার। অন্তর্বর্তী সরকারের কাজ সবার কথাকে গুরুত্ব দেওয়া। জনগণের সমর্থন নিয়েই কাজ করছে সরকার।’

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ