• ঢাকা বুধবার
    ১৬ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১

খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির নির্দেশনা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৩:১৭ পিএম

খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সায় পাওয়া যাবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার মহাপরিচালক, আলীম আখতার খান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে, ডিমের উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীদেরদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, যেসব এলাকা থেকে ডিম আসে সেখান থেকে তেজগাঁও পর্যন্ত আসতে কয়েকবার হাত বদল হয়। এতে খরচ বেড়ে যায়। এখন থেকে করপোরেট প্রতিষ্ঠানরা খামারিদের থেকে সরাসরি গাড়ি দিয়ে ডিম সরবরাহ করবেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে ঢাকার বড় বড় বাজারগুলোতেও এই পদ্ধতিতে ডিম প্রবেশ করবে। ব্যবসায়ীরা সরাসরি সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ডিম বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন। ভয় পেয়ে দোকান বন্ধ রাখা কাঙ্ক্ষিত নয়। দোকানীদের ভয় পাওয়ার কোনও কারণ ছিলো না বলেও মন্তব্য করেন তিনি।

আর্কাইভ