• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘বন্ধু কেমন আছো’ বলেই ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মীকে খুন

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৮:৩৯ পিএম

‘বন্ধু কেমন আছো’ বলেই ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মীকে খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাজধানীতে রবিউল ইসলাম (৩৫) নামে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিউল ইসলামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার বালাগ্রামে। চাকরিসূত্রে তিনি মোহাম্মদপুরের একটি বাসায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসপাতালে নিহতের বোন নুরবানু জানান, রবিউল মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। বুধবারে রাতে নির্মাণাধীন একটি ভবনের রড চুরি করার সময় রবিউল চোরদের ধরে ফেলেন। এ নিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে রবিউলের সঙ্গে দেখা হলে ওই ছিনতাইকারী বলে: ‘বন্ধু কেমন আছো, তার পরপরই ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদপুর ইফতেখার হাসান জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ