• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ডিসি নিয়োগে ঘুস লেনদেন, সচিব বললেন ‌‘ইটস এ ফেইক নিউজ’

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০২:৩০ পিএম

ডিসি নিয়োগে ঘুস লেনদেন, সচিব বললেন ‌‘ইটস এ ফেইক নিউজ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।  

যে অভিযোগ উঠেছে তা মূল্যহীন বলে মন্তব্য করে সিনিয়র সচিব বলেন, ‘ইটস এ ফেক নিউজ।’

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।

প্রতিবেদনে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, তা আইফোনের কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলেও দাবি করেন সিনিয়র সচিব।

তিনি বলেন, ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।

আর্কাইভ