• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন, সা. সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:৫৫ পিএম

‘শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন, সা. সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই কমিটি আন্দোলনে নিহতদের পরিবারের বিষয়গুলো দেখভাল করবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে, সকালে উপদেষ্টাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

এই ফাউন্ডেশনে দফতর সম্পাদক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য হিসেবে তিনি নিজে থাকছেন বলে জানান আসিফ মাহমুদ।

এ সময় আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শ্রমিক অসন্তোষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রম আইনের অধীনে সমাধানযোগ্য অভিযোগ দেয়ার জন্য শ্রমিকদের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিবেশি দেশের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করা হবে। এখানে নতজানুর কোনো বিষয় নেই।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ