• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার: ড. ইউনূস

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৮:০৬ পিএম

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এক ব্রিফিংয়ে এ কথা জানান।

মাহফুজ আলম জানান, ড. ইউনূসের সাথে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। সামনের দিনগুলোতে সরকার শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবে। এ সময় ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, মতবিনিময়ে মব কখনও বিচার পদ্ধতি হতে পারে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাই অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দেয়ার আহ্বান জানান তারা। এছাড়া, মামলার ক্ষেত্রে নিয়ম মেনে মামলা করা হবে বলেও জানান তারা।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আন্দোলনে নিহতদের সঠিক তালিকা তৈরির চেষ্টা চলছে। মারা যাওয়ার পর অনেকের স্বজন তাদের হাসপাতালে নেননি। অনেকে হাসপাতালে নিলেও মারা যাওয়ার পর রেজিষ্ট্রেশন করেনি। তাই তালিকা তৈরিতে সময় লাগছে। আন্দোলনে হতাহতদের পরিবারকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রসজ্ঞত, রোববার সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ড. মুহাম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করাও এই মতবিনিময়ে অংশ নেন।

আর্কাইভ