• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

জাদুঘর তৈরিতে বিশেষ কমিটি কাজ করবে: আইসিটি উপদেষ্টা নাহিদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০১:০৬ পিএম

জাদুঘর তৈরিতে বিশেষ কমিটি কাজ করবে: আইসিটি উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

শনিবার (৭ আগস্ট) দুপুরে গণভবন পরিদর্শন শেষ এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

নাহিদ জানান, গণভবন যেমন আছে, তেমনই থাকবে। নতুন করে যুক্ত হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা আর আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষদের তালিকা।

জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটিও করা হবে বলেও জানান আইসিটি উপদেষ্টা।

আর্কাইভ