• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বন্যার্তদের সহায়তায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ১০:১১ পিএম

বন্যার্তদের সহায়তায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া

সিটি নিউজ ডেস্ক

দেশের বন্যা কবলিতদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা করবে অস্ট্রেলিয়ার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ভারপ্রাপ্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসন। এ সময় তিনি ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় দু:খ প্রকাশ করেন।

 

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা শিবিরে শান্তি বিনির্মাণ, সাংস্কৃতিক ও নেতৃত্বের ইস্যুগুলো নিয়ে তার দেশ কাজ করছে।

 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য দেশটিকে ধন্যবাদ জানান। তাছাড়া, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও অন্যান্য সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়াও বৈঠকে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক কর্পোরেশন, ট্যাক্স শুল্ক এবং সংখ্যালঘু ইস্যুসহ অনেক বিষয়ে আলোচনা হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ