• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গুম থেকে নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০২:৪৭ পিএম

গুম থেকে নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

সিটি নিউজ ডেস্ক

নিখোঁজ ও গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

 

প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন আমাদের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এছাড়া, শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

 

গত দেড় দশকে দেশে গুম, নিখোঁজ এমনকি এই প্রেক্ষাপটে আয়নাঘরের মতো টর্চার সেলও আলোচনায় এসেছে বারবার।

উল্লেখ্য, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠক চলছে আজ। গত ২১ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের দলিলে শিগগিরই স্বাক্ষর করবে বাংলাদেশ।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ