• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১০:১৪ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিটি নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দেশের রাষ্ট্রদূত। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক বৈঠকে দূতরা প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

 

ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস ও মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এদিন। এছাড়া আরও সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

 

এসময় বাংলাদেশ সার্ক ও আসিয়ানের মধ্যে সেতুবন্ধনরূপে কাজ করতে পারে উল্লেখ করে, সংস্থাটির সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার হাইকমিশনারের কাছে আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। অপরদিকে, ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথেও বাংলাদেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলাপ করেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থাকে পুনরায় স্থিতিশীল করতে বিদেশি বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলাপ করেন কানাডার হাইকমিশনার।

 

পররাষ্ট্রনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দেশগুলোর রাষ্ট্রদূতরা নতুন সরকারের সাথে কাজ করতে ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আর্কাইভ