• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডিএমপির আরও ১৫ থানায় নতুন ওসি, যাদের নাম পাওয়া গেল

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১১:০৮ এএম

ডিএমপির আরও ১৫ থানায় নতুন ওসি, যাদের নাম পাওয়া গেল

সিটি নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ১৫ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মাইনুল হাসানের সই করা একটি অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

পদায়ন করা নতুন ওসিরা হলেন- তুরাগ থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহবাগ থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন, নিউমার্কেট থানার ওসি সাজ্জাদ হোসেন, সূত্রাপুর থানার ওসি মোহাসীন হোসাইন, বংশাল থানার ওসি আতিকুর রহমান, লালবাগ থানার ওসি ক্যশৈনু, রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, মুগদা থানার ওসি সোহরাব মিয়া, কদমতলি থানার ওসি মফিজুর রহমান, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম, শ্যামপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহআলী থানার ওসি এ কে এম মামুনুর রশীদ, দারুসসালাম থানার ওসি রকিব উল হাসান, আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ও মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। 

আর্কাইভ