• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাশেদ খান মেনন গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৮:২৬ পিএম

রাশেদ খান মেনন গ্রেফতার

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর গুলশান এলাকা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহতের ঘটনার একাধিক মামলায় সম্প্রতি রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।

 

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। চব্বিশের নির্বাচনে নৌকা প্রতীকে বরিশাল-২ আসন থেকে বিজয়ী হন রাশেদ খান মেনন।

আর্কাইভ