• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কখন চালু হতে পারে মেট্রো রেল, জানাল কর্তৃপক্ষ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৩:১৭ পিএম

কখন চালু হতে পারে মেট্রো রেল, জানাল কর্তৃপক্ষ

সিটি নিউজ ডেস্ক

কর্মবিরতি কর্মসূচি পালন শেষে আজ নিজ নিজ কাজে যোগ দিয়েছেন মেট্রো রেলের কর্মচারীরা। এর পরই দ্রুততর সময়ে মেট্রোরেল চালুর কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার (২৫ আগস্ট) থেকে মেট্রো রেল চালু হতে পারে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক।

এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রো রেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

এহছানুল হক জানান, মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ সময় মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের দুটি স্টেশনে ভাঙচুর হলে ১৮ জুলাই থেকে এর কার্যক্রম স্থগিত রাখা হয়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ