• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দ্রুততার সঙ্গে সেন্সর বোর্ড পুনর্গঠন করব: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৩:১২ পিএম

দ্রুততার সঙ্গে সেন্সর বোর্ড পুনর্গঠন করব: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুন করে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সেইসংগে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।

সেন্সর বোর্ডের যাঁতাকলে এর আগে অনেক সিনেমাই আলোর মুখ দেখেনি। সেই তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমিমাংসিত’সহ একাধিক সিনেমা।

এসময় সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমাগুলো নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সেন্সর বোর্ডের কারণে যেসব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসব। এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’ 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ